Thursday, January 15, 2026

রূপগঞ্জে দিপু ভূঁইয়া'র নির্দেশে বিএনপি নেতার উদ্যোগে ১ কিলোমিটার রাস্তা সংস্কার

SHARE


রূপগঞ্জ ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে প্রায় ১  কিলোমিটার রাস্তা সংস্কার করে দিলেন বিএনপি নেতা বাবুল শিকদার। বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু'র নির্দেশনায় তারাব পৌরসভার বরপা পূর্বপাড়া  এলাকায়  গত বুধবার সকাল থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এ রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন করা হয়। বাবুল শিকদার তারাব পৌর বিএনপি'র সহ সভাপতি ও ৬নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানায়, তারাব পৌরসভার এ রাস্তাটির এক পাশে  ড্রেন থাকলেও রাস্তার কাজ সম্পন্ন না হওয়ায় দীর্ঘদিন যাবত জনসাধারণের  চলাচল অনুপযোগী হয়ে পড়েছে । বিশেষ করে বর্ষা দিনে এক পাশে  বৃষ্টির পানি জমে থাকে। এতে রাস্তা দিয়ে মুসল্লীররা  মসজিদে যেতে দুর্ভোগ পোহাতে হয়। এ ছাড়াও  অটো, রিক্সা, টমটম চলাচল করতে না পাড়ায় যাত্রীসহ সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়। তাই চলাচলের দুর্ভোগ লাঘবে ইট,বালু ও রাবিশ বিছিয়ে নিজ উদ্যোগে নেতাকর্মীদের নিয়ে এই রাস্তা সংস্কার করে দেন বাবুল শিকদার । রাস্তা সংস্কার কাজের ফলে  যাতায়াত সহজ হবে বলে এলাকাবাসী আনন্দিত। 

বাবুল শিকদার বলেন,এ সড়ক দিয়ে প্রতিদিন শতশত  নারী-পুরুষ শিশু স্কুল-কলেজের শিক্ষার্থী চলাচল করে।  এ রাস্তাটি সংস্কারের ফলে মানুষের চলাচলে কিছুটা হলেও স্বস্তি আসবে। বিশেষ করে মুসল্লীদের মসজিদে যেতে সুবিধা হবে।   এলাকাবাসীর দাবির  পরিপ্রেক্ষিতে আমার নিজ উদ্যোগে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও  বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু'র নির্দেশনায় প্রায় ১  কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়েছে।

SHARE

0 comments: