রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-১ বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়া বলেছেন রূপগঞ্জের জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে সবার আগে জ্বালানী গ্যাসের ও পানির সমস্যার সমাধান করবো। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুনবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, রূপগঞ্জের মধ্যে সব থেকে অবহেলিত মানুষ গোলাকান্দাইলের জনগণ। অল্প বৃষ্টি হলেই পানিবন্দি হয়ে থাকতে হয়েছে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা মাস শেষে কারখানার শ্রমিকের রক্ত পানি করা টাকা ছিনিয়ে নিতো। আমি নির্বাচিত হলে এসব সমস্যাকে প্রাধান্য দিবো। প্রয়োজনে গ্রাম্য পুলিশের ব্যবস্থা করে দিবো।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজ মাষ্টার, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক জীবন তর, রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, ভুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল আহমেদ নুরু, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াসিন মিয়া, সাধারণ সম্পাদক ওমর হোসেন, সহসভাপতি মোঃ মাসুম মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সহ সাধারণ সম্পাদক মোঃ ফারুক মিয়া, জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আশরাফুল, সাহিত্য সম্পাদক মোঃ রাজিব মিয়া, সেচ্ছাসেবক দলের নেতা ইলিয়াস মিয়া, ডাক্তার জাহাঙ্গীর আলম প্রমুখ।

0 comments: