Friday, January 16, 2026

রূপগঞ্জে শীর্ষ মাদক কারবারি আবু হানিফের দেড় কোটি টাকার মাদকসহ গ্রেপ্তার ৩

SHARE


রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীর্ষ মাদক কারবারি আবু হানিফের প্রায় দেড় কোটি টাকার মাদকসহ ৩ কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও লাভরাপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও লাভরাপাড়া এলাকার আমান উল্লাহর ছেলে তানজীদ, একই এলাকার আলাউদ্দিনের ছেলে রিফাত, রুকুন উদ্দিনের ছেলে রূদুল। 

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, পাড়াগাঁও এলাকার বদনাম করতেছে এই আবু হানিফ তার মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী কিছুদিন আগে তাকে এলাকাবাসী আটক করে পুলিশে দিলে সে পরদিনই এলাকায় চলে আসে। তার মতো শীর্ষ মাদক কারবারি এলাকায় বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে।এটা আমাদের জন্য কষ্টদায়ক। তাকে দ্রুত আইনের আওতায় আনা হউক। 

রূপগঞ্জ থানার ওসি সাবজেল বলেন, বেশ কিছুদিন যাবৎ এই চক্রের সদস্যরা পাইকারি ও খুচরা মাদক কারবার করে আসছিল। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বিপুল পরিমাণ মাদকের চালান এসেছে। এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে ১,৬২১ বোতল ফেনসিডিল, ১০,০০০ পিস ইয়াবা, ১৩৫ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। যার মূল্য দেড় কোটি টাকার মতো। গ্রেপ্তারদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে। 
SHARE

0 comments: