Monday, January 5, 2026

রূপগঞ্জে খালেদা জিয়ার মাগফিরাত কামনা

SHARE


নিজস্ব প্রতিবেদক 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক বিশাল দোয়া, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার(৫ জানুয়ারী) বিকালে ঐতিহ্যবাহী মুড়াপাড়া বাজার কমিটি ও ব্যবসায়ীকদের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিল পালিত হয়। মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমানের সভাপতিত্বে ও মুড়াপাড়া বাজার কমিটির সহ সভাপতি কামাল হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুড়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ ভূঁইয়া। 


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে কর্মসূচি শুরু হয়। মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে তাঁর রাজনৈতিক ত্যাগ এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করা হয়। একই সাথে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।


আলোচনা শেষে স্থানীয় মসজিদের ইমামের পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে মরহুমার পরকালীন মুক্তি এবং জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। এছাড়াও দেশ ও জাতির সমৃদ্ধি এবং রূপগঞ্জের মানুষের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। 


এসময় উপস্থিত ছিলেন মুড়াপাড়া বাজার কমিটির উপদেষ্টা ওবায়দুল হোসেন রকি,সিনিয়র সহ-সভাপতি দিন মোহাম্মদ বাবুল,সহ সভাপতি আমজাত হোসেন ভুঁইয়া,দপ্তর সম্পাদক আমির হামজা,যুগ্ম সম্পাদক দেওয়ান আলী,কেশিয়ার শফিকুল ইসলাম প্রমুখ।


SHARE

0 comments: