আলহাজ্ব আব্দুর রব মিজির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা জমঈয়তে হিজবুল্লাহর সভাপতি মোঃ মোস্তফা ভূঁইয়া।
এময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমঈয়তে হিজবুল্লাহর অতিরিক্ত নাজেমে আলা আলহাজ্ব মাওলানা মোঃ আলী আকবর, দারুস সুন্নাত ছালেহীয়া মোহেব্বীয়া দ্বীনিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহা: জহিরুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা জমঈয়তে হিজবুল্লার সভাপতি মোঃ সোহেল রানা সোহাগ, মোঃ শফিকুর রহমান জনি, দারুস সুন্নাত ছালেহীয়া মোহেব্বীয়া দ্বীনিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি মোহাম্মদ বায়েজীদ হুসাইন, অভিভাবক ডাক্তার হাবিবুর রহমান টিটুসহ আরো অনেকে।


0 comments: