রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ সাজিবুর রহমান (৬১) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব ১১। গত বুধবার (০৩ ডিসেম্বর) রাতে উপজেলার কায়েতপাড়া বড়ালু পাড়াগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাজিবুর রহমান ওই এলাকার মৃত রহমতুল্লাহ আড়তদারের ছেলে।
র্যাব জানায়, দীর্ঘদিন যাবৎ কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু পাড়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব ১১ একটি অভিযানিক দল। এসময় তার কাছ থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারের বিরুদ্ধে নিয়মিত আইনে মাদক মামলা দেয়া হয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি সাবজেল বলেন, র্যাব ১১ একটি দল ৭০ কেজি গাঁজাসহ এক কারবারিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার মাদক কারবারিকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।
0 comments: