নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরে রাজউকের জিজি-৩ জমিতে করা বিএনপির কার্যালয় বিনা নোটিশে উচ্ছেদ করায় ক্ষোভ প্রকাশ করেছে দাউদপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার সকালে পূ্র্বাচল উপ-শহরের ১৭ নং সেক্টরে দাউদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উচ্ছেদ করে রাজউক।
জানা গেছে, পূর্বাচলের ১৭ নং সেক্টরের ৩০১ নং রোডে জিজি-৩এর পরিত্যক্ত জমি দাউদপুর ইউনিয়নের নেতাকর্মীরা রাজউকের জমিতে বিএনপির কার্যালয় গড়ে তোলেন। কয়েকদিন পর বিএনপি কার্যালয়টি উদ্ভোধন করার কথা ছিল। বিএনপির কার্যালয়টিতে এসি থেকে শুরু করে বিলাশবহুল ফার্নিচার দিয়ে সাজনো হয়েছিল। মঙ্গলবার সকাল থেকে রাজউক উচ্ছেদ অভিযান পরিচালনা করে বিএনপির কার্যালয়সহ ১০ দোকান, হোটেল উচ্ছেদ করে।
বিএনপি নেতা আল মামুন ভুইয়া বলেন, এটি রাজউকের একটি পরিত্যক্ত জমি ছিল। আমরা এখানে ১৮ লাখ টাকা খরচ করে বিএনপির কার্যালয়টি স্থাপন করি। বিনা নোটিশে রাজউক বিএনপির কার্যালয় ভেঙ্গে দেয়। আমরা এটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
দাউদপুর জিয়া মঞ্চের সভাপতি রাসেল মিয়া বলেন, আমাদের জমি অধিগ্রহণ করেই উপ-শহর হয়েছে। কোন প্রকার নোটিশ ছাড়া বিএনপির কার্যালয় ভেঙ্গে রাজউক ভেঙ্গে দিয়েছে। আমাদের আগে থেকে নোটিশ করলে আমরা সব সরিয়ে ফেলতে পারতাম। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ ব্যাপারে রাজউকের পূ্র্বাচল নতুন শহর প্রকল্পের প্রকল্প পরিচালক মনিরুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

0 comments: