Thursday, October 30, 2025

আ.লীগ নেতাকে রক্ষায় ছাত্রদল নেতার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা ও সংবাদ প্রকাশ

SHARE


নিজস্ব প্রতিবেদক

নওগাঁ জেলার আত্রাই উপজেলার ৬নং মনিয়ারী ইউনিয়নে পারিবারিক বিরোধের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের পর রাজনৈতিক প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামীলীগ নেতাকে রক্ষা করতে ছাত্রদল নেতার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেছেন মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রিফাত হাসান।


ঘটনাটি ঘটে গত ২০ অক্টোবর। স্থানীয়ভাবে পারিবারিক একটি বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে, এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। সংঘর্ষের আশঙ্কা থেকে ছাত্রদল নেতা রিফাত হাসান মনিয়ারী ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ও শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুম (৩৮),  নিষিদ্ধ সংগঠন (জিএমবি) নেতা মাসুদ (৪০), ফিরোজ (৪৪) ও একরাম (৩২)-এর বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ১৯ অক্টোবর। তাঁরা সকলেই মৃত তাসলিমের পুত্র ও পতিসর গ্রামের বাসিন্দা।


রিফাত হাসান জানান, “২০ অক্টোবর বিষয়টি মীমাংসার জন্য আমাকে ডেকে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।”


তিনি আরও বলেন, “এরপর আওয়ামী লীগ নেতা মাসুমকে রক্ষা করতে তার ভাই ঘটনাটিকে দলীয় সংঘর্ষ হিসেবে উপস্থাপন করে উল্টো আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন।”


ছাত্রদল নেতা রিফাতের দাবি, মামলার এজাহারে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজু মৃধা ও আশিক ঘটনার সময় ঘটনাস্থলে ছিলেন না। আশিক তখন ঢাকায় অবস্থান করছিলেন এবং সাজু মৃধা ছিলেন উপজেলার কালিকাপুর ইউনিয়নে দলীয় কাজে।


রিফাত অভিযোগ করে বলেন, “আমার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তুলে কিছু অনলাইন নিউজ পোর্টাল, বিশেষ করে ঢাকা মেইল-এ যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”


তিনি আরও অভিযোগ করেন, “স্থানীয় আওয়ামী লীগ নেতা ও তার পরিবার দীর্ঘদিন আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও ৫ আগস্টের পর থেকে তারা জামায়াতে ইসলামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে ভাইকে রক্ষা করতে নানা কাহিনি রচনা করছে।” শুধু তাই নয়,রিফাত হাসান আরও জানান উক্ত মামলার বাদী মো. মাসুদ (৪০) নিষিদ্ধ সংগঠন জিএমবির একজন নেতা। তার বিরুদ্ধে রাষ্ট্রদোহী  মামলা এখনো চলমান রয়েছে, সে উক্ত মামলায় কয়েকবার জেল খেটেছে।উক্ত মামলার হাজিরা সে এখনো নিয়মিত দিয়ে আসছে।তারা দুষ্টু প্রকৃতির লোক তাই ওদের পক্ষ থেকে আমার বাবাকে কল দিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং আরও মামলা করা হবে বলে হুমকি প্রদান করা হচ্ছে।



রিফাত হাসান বিষয়টির সুষ্ঠু তদন্ত ও প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

SHARE

0 comments: