Thursday, October 23, 2025

ইক্বরা কিন্ডার গার্ডেন স্কুলের মেধাবী শিক্ষার্থীদের পুরুষ্কার বিতরণ

SHARE



নিজস্ব প্রতিবেদক 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় অবস্থিত ইক্বরা কিন্ডার গার্ডেন স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১ টার দিকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম।

শ্রেণী পাঠ মূল্যায়ন হিসেবে দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীদের এ পুরস্কার বিতরণ করা হয়। 


প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম বলেন, প্রতি বছর তিন মাস পর পর প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শ্রেণী পাঠ মূল্যায়ন হিসেবে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অব্যাহত রয়েছে। 

 পাঠ মূল্যায়ন করায় লেখাপড়ার প্রতি শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি পায়। আমাদের এ প্রতিষ্ঠানে এক হাজারেরও বেশি শিক্ষার্থী রয়েছে। 

এ সময় উপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকরা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষকদের ধন্যবাদ জানান। 


পুরস্কার বিতরণকালে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুর রহমান,  সহকারী প্রধান শিক্ষক হালিমা খাতুন, রুমানা আক্তার রুমি, সুলতানা রাজিয়া, মারি আক্তার , মইন উদ্দিন, মুনমুন আক্তার, হালিমা আক্তারসহ আরো অনেকে।

SHARE

0 comments: