নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত ৫ লাখ টাকার চাঁদার টাকা না পেয়ে পরদেশী লোকমান নামের এক ব্যবসায়ীকে গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের বিরুদ্ধে। গত শনিবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার কর্ণগোপ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয়রা জানান, গত শনিবার সকালে শফিকুল ইসলাম শফিক স্থানীয় ব্যবসায়ী লোকমানের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত সেই টাকা না পেয়ে রাতে লোকমানকে গুলি করেন শফিকুল। পরে স্থানীয়রা এগিয়ে আসলে শফিকুল ও তার লোকজন পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানকার চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। পুলিশের দায়িত্বে কোনো অবহেলা ছিল না।

0 comments: